ফেসবুকে নিজেকে একজন এস্থেটিক বইপ্রেমী হিসেবে প্রমাণ করার ৮টি অব্যর্থ উপায়
by Bishal Dhar
২৩:০১, ১৩ সেপ্টেম্বর ২০২২
আপনি কি ফেবুতে নিজেকে একজন কঠিন পাঠক হিসেবে প্রমান করতে পারছেন না? আপনার এই প্রমান না করতে পারায় ফেবু ফ্রেন্ডসদের সামনে দিন দিন আপনার মান-ইজ্জত কমে যাচ্ছে? আপনি সেই দুঃখে শান্তি মতো ঘুমাতেও পারছেন না এবং হতাশা আপনাকে ধীরে ধীরে ঘিরে ধরছে? তাহলে আজকের এই তালিকা আপনার জন্য, কারণ এখানে আছে নিজেকে পাঠক প্রমান করার কয়েকটি অব্যর্থ উপায়-
১. আপনার ফেবু স্ট্যাটাসের ১০টির মধ্যে ৯টিই হবে কোন না কোন লেখক বা কবির উক্তি
২. মাঝেমধ্যেই কফি কিংবা চায়ের কাপের সাথে বইয়ের উপর ফুল ছিটিয়ে রেখে অথবা অথবা জানলার পাশে বসে বই পড়ছেন এমন ছবি পোস্ট করুন
৩. যান অথবা না যান পুরো মাস জুড়েই বইমেলার চেক-ইন দিন
৪. না পড়লেও অন্তত একটি হলেও বই কিনুন এবং সেটি সহ ছবি দিন
৫. অন্য কারো বাসার লাইব্রেরির ছবি তুলে নিজের বলে চালিয়ে দিন
৬. বইমেলায় কোন বড় লেখকের দেখা পেলে তার সাথে জোর করে হলেও ছবি তুলে কাব্যিক স্ট্যাটাস সহ আপলোড করুন
৭. আপনার জন্য বছরের সেরা সময় এই বইমেলা, ইনিয়ে বিনিয়ে তা একটু জানানোর চেষ্টা করুন
৮. লাইভে এসে বই ছাড়া আমার চলেই না, কিংবা তুমি আমি আর বই এই টাইপের কথাবার্তা বলুন
SHARE THIS ARTICLE