যে লক্ষণগুলোতে বুঝবেন আপনার বন্ধুটি আসলেই টক্সিক এবং তার থেকে দূরে থাকাই শ্রেয়
by Bishal Dhar
১৩:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
শুধুমাত্র কি সঙ্গীরাই টক্সিক হয়, না মোটেও না। যেকোনো মানুষই টক্সিক হতে পারে, এমনকি আপনার অনেক কাছের বন্ধুটিও। দেখা গেলো তার দরকারের সময় আপনি সবসময় হাজির থাকলেও আপনার দরকারে কখনোই তাকে খুঁজে পাওয়া যায় না, কিংবা আপনার সামনেই অন্য মানুষদের সে ধর্ম, শিক্ষা কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে বিচার করে। এই আচরণগুলো নিঃসন্দেহে টক্সিক, তাই আপনার কাছের বন্ধুটিও যদি এ ধরণের আচরণগুলো করে থাকে, তবে আপনার ভাবার সময় এসেছে যে, আপনি জীবনে কাকে বন্ধু হিসেবে রাখবেন
১. আপনাকে সবসময়ই তার সমস্যার কথা শুনতে হয়, কিন্তু আপনার সমস্যার কথা বলতে গেলে তখন সে আগ্রহ হারিয়ে ফেলে
২. তার যেকোনো দরকারে আপনি মুহূর্তেই হাজির হয়ে গেলেও, আপনার দরকারের সময় তাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না
৩. আপনাদের পুরো সম্পর্কটাই গসিপ নির্ভরশীল, মানে অন্যদের নিয়ে গসিপ করা ছাড়া আর কোন কথাই সে বলে না
৪. গায়ের রং, ধর্ম, ক্যারিয়ার কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে সে অন্য মানুষদের বিচার করে
৫. দুজনের মধ্যে কোন বিষয় নিয়ে ঝামেলা হলে প্রতিবার আপনাকেই সরি বলতে হয়
৬. শুধুমাত্র নিজের দরকারের সময়েই সে আপনার সাথে যোগাযোগ করে
৭. তারা কখনোই নিজের ভুল স্বীকার তো করেই না, বরং এটির দায় আপনার বা অন্যদের উপর চাপায়
৮. সে আপনার জীবনের ব্যক্তিগত সিদ্ধান্তগুলোতে প্রভাব ফেলার চেষ্টা করে
৯. আপনার ইমোশনাল জায়গাগুলোতে ফাজলামির নাম করে বারবার সে আঘাত করে
SHARE THIS ARTICLE