Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

এক্সদের সাথে ফ্রেন্ডশিপ রাখলে যে ধরণের পরিস্থিতির শিকার হতেই হয়

Thumbnail

by Sunehra Azmee

১৫:৫৮, ৯ মার্চ ২০২৩

এক্সদের সাথে ফ্রেন্ডশিপ রাখলে যে ধরণের পরিস্থিতির শিকার হতেই হয়

ব্রেকআপের পর সবচেয়ে পারফেক্ট হলো এক্সদের থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যাওয়া, কিন্তু মানুষের ঢঙের শেষ না থাকলেই তারা এক্সদের সাথে বন্ধু হয়ে ভালো টার্মে সম্পর্ক রাখতে চায়, আর তখনই শুরু হয় কাহিনী, এসব কাহিনী নিয়েই আমাদের আজকের আয়োজন।

১. জীবনেও আপনি পুরোপুরি মুভ অন করতে পারবেন না, পাগল হয়ে যাবেন কিন্তু পারবেন না।

২. এক্সকে নতুন কারো সাথে দেখলে জ্বলে পুড়ে মরে যাওয়া ছাড়া আর কিছুই করার নাই। 

৩. আপনি নিজেও অন্য কারো সাথে ঘনিষ্ঠ হতে পারবেন না। 

৪. তাদের সাথে কথা বললে বা দেখা করলে খুবই অদ্ভুত একটা টেনশন কাজ করবে আপনাদের মধ্যে। 

৫. বন্ধুবান্ধবদের কাছ থেকে এটা নিয়ে তীব্র পঁচানি খেতে হবে প্রত্যেকদিন। 

৬. অল্প বয়সে বুকে ব্যথা উঠে হার্টের সমস্যা হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। 

৭. মনের কষ্টে যে তাদের ছবি একটু আগুনে পুড়াবেন সেই অবস্থাও নাই, কারণ সে তো আপনার বন্ধুউউউউ!! 

SHARE THIS ARTICLE