এই ৭টি লক্ষণই প্রমাণ করে কেন আপনি “ঘুমের মতো ঘুম” থেকে বঞ্চিত
by Efter Ahsan
২২:৪০, ২৬ নভেম্বর ২০২২
শেষ কবে “ঘুমের মতো ঘুম” দিয়েছিলেন মনে করতে পারবেন? যদি মনে করতে না পারেন তাহলে কি বলা যায় যে ঘুমের মতো ঘুম না হওয়ার জন্য আপনার নিজের অভ্যাসই দায়ী? চলুন জেনে নেই আসলে কেন আপনি ঘুমের মতো ঘুম থেকে বঞ্চিত!
১. যখন তখন কফি খেতে আপনার খুব ভালো লাগে
২. কোথাও চা আর কফি অফার করলে আপনি কফিই নেন
৩. আপনার বাসার কিচেনে বেশির ভাগ মসলা কফির বয়ামে রাখা
৪. অফিসের কফি মেশিনের সাথে আপনার কেমিস্ট্রিটাই আলাদা
৫. বাসায় ভাতের চাল ফুরিয়ে গেলেও আপনার অতটা টেনশন লাগে না যতটা না, কফি ফুরিয়ে গেলে লাগে
৬. আপনার স্কুল কলেজের নাম সব বন্ধুবান্ধব না জানলেও কেমন কফি খান সেটা সবাই জানে
৭. কারো সাথে ডেটে গেলেও আপনি কফি ডেটেই যান
SHARE THIS ARTICLE