Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে ৭টি ব্যাপার যারা k-drama দেখতে ভালোবাসে, তারা রিলেট করতে পারবে

Thumbnail

by Maisha Farah Oishi

২৩:০৫, ১৫ অক্টোবর ২০২২

যে ৭টি ব্যাপার যারা k-drama দেখতে ভালোবাসে, তারা রিলেট করতে পারবে

আমাদের দেশেও আজকাল কে-ড্রামা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা কে-ড্রামা দেখতে পছন্দ করে, তারা অবশ্যই আজকের এই লিস্ট এর সাথে রিলেট করতে পারবে।

১. পুরোটা সময় মন দিয়ে তাকিয়ে থাকতে হয়, যেন সাবটাইটেল দেখা মিস না হয়ে যায়

২. দেখতে দেখতে কতবার যে ক্রাশ খাওয়া হয়, তার কোনো হিসেবই নাই!

৩. ওদের সবার স্কিন-হেয়ার কত সুন্দর আর পারফেক্ট, সেটা দেখে মাঝে মাঝে আফসোস হয়

৪. লাভ স্টোরি গুলো দেখে মনে হয়, এমন একটা পার্টনার যদি আমার জীবনেও থাকতো!

৫. আবার হুটহাট রামেন খাওয়ার ক্রেভিংও শুরু হয়ে যায়!

৬. একটা কে-ড্রামা শেষ করার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যায়, আবার পরমুহুর্তেই নতুন কোন কে-ড্রামা দেখার জন্য সন্ধান শুরু হয়

৭. যারা না বুঝেই কে-ড্রামা নিয়ে উল্টাপাল্টা সমালোচনা করে, তাদেরকে দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর মানুষ মনে হয়

SHARE THIS ARTICLE