পারিপার্শ্বিক যে ১০টি বিষয় জানান দেয় আপনার বয়স বেড়ে যাচ্ছে
by Bishal Dhar
১৭:২২, ৬ ডিসেম্বর ২০২২
ছোট থাকতে আমাদের অধিকাংশ মানুষদেরই একটি কমন স্বপ্ন হচ্ছে বড় হওয়া, কিন্তু একবার সত্যি সত্যি বড় হয়ে গেলে বোঝা যায় এটি আসলে এক ধরণের ফাঁদ এবং এর থেকে নিস্তার পাওয়ার কোন উপায়ই আমাদের কাছে নেই। আজ জেনে নিন আশপাশের কোন পারিপার্শ্বিক বিষয়গুলো জানান দেয় আপনিও আস্তে আস্তে এই ফাঁদে পড়ে যাচ্ছেন
১. আপনাকে এখন অনেক বাচ্চাকাচ্চাদের কাছ থেকে ভাইয়া/আপুর বদলে আংকেল আন্টি ডাক শুনতে হয়
২. আপনার প্রিয় সিনেমা বা সিরিজও এখন বেশ পুরনো হয়ে গেছে
৩. ইদানিং ফেসবুক নিউজফিডে বন্ধুদের বিয়ে কিংবা বাচ্চাকাচ্চাদের ছবিতে ভরপুর থাকে
৪. আড্ডায় সিনেমা, ট্যুর কিংবা প্রেম সংক্রান্ত বিষয়ের বদলে লোন, ইনভেস্টমেন্ট কিংবা নতুন বিজনেস প্ল্যান নিয়েই এখন বেশি কথা হয়
৫. অনেক আগে দেওয়া বাবা-মায়ের পরামর্শকে এখন সত্যিই উপকারি বলে মনে হয়
৬. আপনি বাইরে থাকলে আপনার বাবা-মা এখন আগের মতো রেগে যায় না
৭. এখন আপনি সঞ্চয়ের কথা চিন্তা করেন এবং আরও আগে এমন কিছু শুরু না করার জন্য নিজেকে গালাগালি করতে থাকেন
৮. দূরে হুটহাট গ্রুপ ট্যুরের বদলে বন্ধুদের সবার পরিবারসহ শহরের আশপাশের প্ল্যানড শর্ট ট্যুরই এখন বেশি দেওয়া হয়
৯. চুল পড়া, পাকা চুল এখন নিত্যদিনের অংশ
১০. পরিবারের ছোট সদস্যরা মাঝেমধ্যে পরামর্শের জন্য আপনার কাছে আসে
SHARE THIS ARTICLE