২০২৩ সালে এসে ফেসবুকে ফেইক প্রোফাইল চিনবেন যেভাবে
by Efter Ahsan
২২:৩০, ১৯ মার্চ ২০২৩
একটা সময় ছিল যখন আশেপাশে ফেইক আইডির ব্যাপক ছড়াছড়ি ছিল। এখন যদিও অতটা দেখতে পাওয়া যায় না। তাছাড়া এখন যেসব ফেইক আইডি আছে সেগুলো অনেকটাই নিখুঁত। তাহলে কীভাবে এসব প্রোফাইল চিনবেন? চলুন সেটাই জেনে নেওয়া যাক।
১. আপনার “Out of League” টাইপের দেখতে কেউ নিজে থেকে যখন আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, তখনই বুঝে নিবেন ব্যাপারটা একটু “sus”. Google- এ একবার রিভার্স ইমেজ সার্চ করেই দেখুন না!
২. প্রোফাইলে থাকা বেশিরভাগ ছবিই হবে খুব পলিশড। ক্যান্ডিড ছবি বা সেলফি তাদের “Photos” এ পাবেন না
৩. তার টাইমলাইনে সাম্প্রতিক অনেক বিষয়ে, স্পেশ্যালি মুভি, সিরিজ কিংবা ক্রিকেট-ফুটবল নিয়ে প্রচুর Copy-Paste স্ট্যাটাস থাকবে
৪. ফেইক প্রোফাইলের ফ্রেন্ডলিস্ট অনেক বিশাল হলেও, সেখানে আপনার মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যা অনেক কম থাকবে
৫. আপনার যে ফ্রেন্ডটি সব মেয়ে বা ছেলের ফ্রেন্ড লিস্টে খুঁজে পান, এখানে তাকে পাবেন না (কারণ সে এতদিনে এতো মানুষের লিস্টে থাকতে থাকতে আসল নকল ধরতে শিখে গেছে)
৬. খুবই মসলাদার এবং ভয়ঙ্কর সুন্দর সব ছবি সে স্টোরিতে দিবে, কিন্তু ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে কোনো এক্টিভিটির ছবি বা ভিডিও কখনও তার স্টোরিতে দেখতে পাওয়া যাবে না
৭. প্রোফাইল ইনফরমেশন খুবই গোছানো কিংবা একদমই অগোছালো থাকবে। এক্ষেত্রে ইনস্টাগ্রাম কিংবা লিংকডইনে তার সলিড প্রেজেন্স আছে কি না সেটি যাচাই করে নেওয়া ভালো
SHARE THIS ARTICLE