Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

বৃষ্টির দিন আর যে ব্যাপারগুলো একদম ‘made for each other’

Thumbnail

by Bishal Dhar

০৮:৪২, ৩ অক্টোবর ২০২২

বৃষ্টির দিন আর যে ব্যাপারগুলো একদম ‘made for each other’

বৃষ্টির দিনে আমাদের বাংলাদেশিদের খুব কমন একটি চাহিদা হচ্ছে খিচুড়ি খাওয়া। শুধু বৃষ্টির দিনেই বাংলাদেশিদের কেন খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগে এর সঠিক কারণ না জানা থাকলেও, বৃষ্টি আর খিচুড়িকে Made for each other বলে স্বীকার করে নিতে কারো কোন দ্বিমত নেই। বৃষ্টির দিনের সাথে আরো এমন অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো একেবারে made for each other, আজ চলুন দেখে নেই সেগুলো।

১. বৃষ্টির দিন+খিচুড়ি

২. বৃষ্টির দিন+check your internet connection

৩. বৃষ্টির দিন+ঝিরঝির টিভি

৪. বৃষ্টির দিন+নিউজফিড ভর্তি কবিতা

৫. বৃষ্টির দিন+ঢাকা নদী

৬. বৃষ্টির দিন+ঘুম

৭. বৃষ্টির দিন+জ্যাম

৮. বৃষ্টির দিন+কাদায় মাখা জামা-জুতা

SHARE THIS ARTICLE