এক্সের সাথে হঠাৎ দেখা হয়ে গেলে যে ব্যাপারগুলো ঘটতে পারে
by Nabila Faiza Islam
০৬:৫৮, ৩১ মার্চ ২০২৩
হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে আমাদের এমন অনেকের সাথে দেখা হয়ে যায়, যাদের সাথে একটা সময় আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম। সেই অপ্রত্যাশিত দেখাটা আমাদের প্রাক্তনের সাথেও হয়ে যেতে পারে। দেখে নিন এইরকম সিচুয়েশনে পড়লে আপনি কোন জিনিসগুলোর সাথে রিলেট করতে পারেন।
১. আপনি এতোই অবাক হন যে আপনার চোখ কপালে উঠে যায়। বারবারই আপনার মনে হয় “I did not see that coming”
২. আপনি ভান করেন যেন আপনি তাকে চিনেনই নাই! এক্স নিজে এসে কথা বলতে চাইলেও চেষ্টা করেন যতটা সম্ভব এড়িয়ে চলতে
৩. আবার আপনি তাকে avoid করতে গিয়েও পারেন না, awkwardly একটু হাই-হ্যালো করতেই হয়
৪. অনেক সময় কোনোরকমে নিজেকে সামলে উল্টো দিকে দৌড় দেন, যেন দেখাই না হয়
৫. পুরনো দিনের কথা মনে করে কিছু্টা নস্টালজিকও হয়ে পড়েন।
৬. একেবারেই কথা না বলতে চাইলে চোখাচোখি হয়ে গেলেও চোখ সরিয়ে ফেলেন।
SHARE THIS ARTICLE