Menu
menu-icon close
  • মাইরালা

রুমমেটদের যে কাজগুলো আমাদের চরম বিরক্ত করে

Thumbnail

by Bishal Dhar

১৫:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

রুমমেটদের যে কাজগুলো আমাদের চরম বিরক্ত করে

পড়ালেখা কিংবা কাজের সুবাদে আমাদের অনেককেই হোস্টেল কিংবা শেয়ারড বাসায় থাকতে হয়। রুমমেট থাকার অনেক সুবিধা থাকলেও, রুমমেটদের বেশ কিছু কাজ আমাদের যথেষ্ট বিরক্ত করে। যাদের রুমমেটের সাথে থাকার অভিজ্ঞতা রয়েছে, তারা সবাই এই বিষয়গুলোর সাথে পরিচিত।

১. যখন আপনি ঘুমানোর চেষ্টা করেন, তখন এটা সেটা ফেলে বা শব্দ করে কাজ করা 

২. না জিজ্ঞেস করেই রুমে অচেনা মানুষদের নিয়ে আসা 

৩. না জিজ্ঞেস করেই আমাদের স্টকে রাখা চিপস বা অন্য যেকোনো খাবার খেয়ে ফেলা

৪. জামাকাপড় শেয়ার করে পরতে চাওয়া

৫. রুম ময়লা করে পরিষ্কার না করা কিংবা খাওয়ার পর নিজের প্লেট না ধোয়া

৬. নিজের হাজারটা বন্ধু আনলেও আপনার বন্ধুবান্ধব আনার ব্যাপারে আপত্তি দেখানো  

৭. না জিজ্ঞেস করে আপনার জিনিসপত্রে হাত দিয়ে দেওয়া বা ব্যবহার করা 

৮. টাকাপয়সা ধার চাওয়া অথবা নিজের ভাড়া আর খরচ দেওয়ার সময় ধানাই-পানাই করা

৯. বেশিরভাগ কাজই আপনার ঘাড়ে ফেলে দেওয়া, পারলে নিজের কাজগুলোও আপনাকে দিয়ে করানোর চেষ্টা করা

SHARE THIS ARTICLE