যে ৮টি কারণে গরমকাল মানেই অসহ্যকর যন্ত্রণাআআআআ…
by Maisha Farah Oishi
১৭:৫২, ২৮ এপ্রিল ২০২৩
গরমের সিজন আসলেই অনেকে বিরক্ত হয়ে পড়ে। কারণ এই সিজনে যে কতরকমের যন্ত্রণা সহ্য করা লাগে তার কোন হিসাব নাই। সেরকম কয়েকটা গরমকালের প্যারা নিয়েই আজকের লিস্ট!
১. কড়া রোদের তাপে মাথা নষ্ট হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে যায়
২. গোসলের সময় বাথরুমের পানিও গরম বের হয়
৩. লোডশেডিং এর পরিমাণও বেড়ে যায় আর লোডশেডিং হলে গরমে অবস্থা একদম কাহিল হয়ে যায়
৪. ফ্যান – এসি বেশি চালানোর ফলে ইলেকট্রিসিটির বিলও বেশি আসে
৫. গরমকালে মশারি টানিয়ে ঘুমাতেও শান্তি নেই কারণ ফ্যানের বাতাস ঠিক মত পাওয়া যায় না
৬. একটু ভারী খাবার খেলেও গরমে কেমন যেন হাসফাস লাগে!
৭. গরমে বাইরে বের হওয়া মানেই ঘেমে-ঘেটে একাকার অবস্থা হওয়া
৮. গরমে অতিষ্ট হয়ে দিনে কয়েকবার গোসল করতে করতে টায়ার্ড লাগে
SHARE THIS ARTICLE