Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে ৭টি ব্যাপার কেবল তারাই বুঝবে, যাদের বৃষ্টি পছন্দ না

Thumbnail

by Maisha Farah Oishi

১২:০২, ২৫ মার্চ ২০২৩

যে ৭টি ব্যাপার কেবল তারাই বুঝবে, যাদের বৃষ্টি পছন্দ না

বৃষ্টি নিয়ে সাধারণত মানুষের আনন্দ উৎসাহের কমতি থাকে না। তবে এমন কিছু মানুষও আছে যাদের বৃষ্টি একেবারেই ভাল লাগে না। আর আশেপাশের মানুষদের বৃষ্টি নিয়ে সারাক্ষণ অযথা কচকচানি দেখতে দেখতেও তারা বিরক্ত। আজকের লিস্টের সাথে তারা অবশ্যই রিলেট করতে পারবে।

১. বৃষ্টিতে সারাদিন মেঘলা আর ভেজা ভেজা ওয়েদার মানেই মন-মেজাজ খারাপ থাকে

২. বৃষ্টির কারণে অনেক সময়ই বহুল প্রতীক্ষিত প্ল্যানও ক্যানসেল করতে হয়

৩. বৃষ্টি মানেই রাস্তায় পানি জমা, অতিরিক্ত জ্যাম থাকা- এক কথায় শুধু ঝামেলা আর ঝামেলা

৪. আর বৃষ্টির কারণে পছন্দের জুতা আর পোশাক নষ্ট হওয়ার প্যারা তো আছেই

৫. আশেপাশের মানুষদের আর সোশ্যাল মিডিয়ায় বৃষ্টি নিয়ে নানারকম আদিখ্যেতা দেখাটাও কম বিরক্তিকর না

৬. বৃষ্টির কারণে রাস্তার ময়লা আর ড্রেনের গন্ধও সহ্য করতে হয়

৭. এত কিছুর পরেও বৃষ্টি নিয়ে কারো কাছে ঠিকমতো কমপ্লেইনও করা যায় না, কারণ মোটামুটি সবাই বৃষ্টিবিলাস করতেই ব্যস্ত থাকে!

SHARE THIS ARTICLE