দেখুন তো পিকনিক নিয়ে এই ১০টি স্মৃতি আপনার পরিচিত কিনা?
by Bengal Beats
১৫:২৯, ২১ ডিসেম্বর ২০২২
ছোটবেলায় কি কখনো বাবা-মায়ের সাথে তাদের অফিসের একদিনের পিকনিকে গিয়েছিলেন? যদি যেয়ে থাকেন তাহলে এই তালিকায় দেয়া সবগুলো পয়েন্ট আপনার অনেক পরিচিত। আন্তর্জাতিক পিকনিক দিবসে চলুন সেইসব স্মৃতিগুলো আরেকবার মনে করে নেয়া যাক!
১. রেডি হওয়ার জন্য ভোর থেকে বাবা-মায়ের চিল্লাচিল্লি
২. সবাই মিলে বাসের জন্য অপেক্ষা করা
৩. গাড়িতে উরাধুরা গান বাজনা শুনতে শুনতে পিকনিক স্পটে পৌঁছে যাওয়া
৪. স্পটে নামার সাথে সাথে ছবি তোলার প্রতিযোগিতা
৫. আন্টিদের আড্ডা আর মাইক্রোফোন নিয়ে আংকেলদের বেসুরো গান
৬. বাচ্চাদের খেলাধুলা আর দৌড়ঝাঁপ
৭. দুপুরের খাবারের জন্য লম্বা লাইন
৮. লটারি আর প্রাইজের ছড়াছড়ি
৯. মিউজিক্যাল চেয়ার খেলার মতো বড়দের উদ্ভট সব খেলাধুলার সমাহার
১০. এবং সবশেষে খেলনার বেত, কাঠের তলোয়ার আর প্রাইজসহ ঘুমাতে ঘুমাতে ব্যাক করা
SHARE THIS ARTICLE