বর্তমান যুগের রিলেশনশীপের যে তিতকুটে সত্য দিকগুলো কেউ স্বীকার করতে চায় না
by Maisha Farah Oishi
১৫:২৩, ১২ মে ২০২৩
প্রেম-ভালোবাসা নিয়ে কত কবি শত শত কাব্য করলেও, সবাই কেন যেন ভালোবাসার শুধু রঙিন- সুন্দর দিকটাই তুলে ধরে। তাই আজকে ভালোবাসার কিছু মর্মান্তিক সত্য দিকও জেনে নিন, যা কেউ স্বীকার করতে চায় না।
১. ভালোবাসা মানেই একে অপরের মিথ্যা প্রশংসা করা, কারণ মুখের উপর সত্যি বলার চেয়ে এটাই সহজ!
২. পার্টনারের বিরক্তিকর কাজকর্ম দেখে এক্সকে মনে মনে মিস করা
৩. নিজেদের মধ্যে হাজার ঝামেলা থাকলেও সোশ্যাল মিডিয়ায় show-off করা
৪. নিজের সব insecurities পার্টনারের উপর চাপিয়ে দেয়া
৫. বেটার কাউকে না পাওয়ায় আর একা থাকার ভয়ে, ইচ্ছা থাকলেও ব্রেকআপ না করা
৬. পার্টনারকে ইচ্ছা করে unnecessary প্যারা দেয়া
৭. আশেপাশের সব আজাইরা মানুষগুলোর মধ্যে সবচেয়ে কম আজাইরা যাকে মনে হয়, তাকে প্রেম করার জন্য choose করা
৮. অতঃপর মনে মনে এইসব কিছু জেনেও, না জানার ভান করে একসাথে থাকা!
SHARE THIS ARTICLE