Menu
menu-icon close
  • ভাল্লাগসে

বিয়ে করার আগে পার্টনারের যে ৯টি ব্যাপার আপনার জেনে রাখা উচিত

Thumbnail

by Bishal Dhar

১৩:৩২, ৩ অক্টোবর ২০২২

বিয়ে করার আগে পার্টনারের যে ৯টি ব্যাপার আপনার জেনে রাখা উচিত

প্রেম করে একসাথে ঘুরে বেড়ানো আর সেই মানুষটাকে বিয়ে করার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। মানুষ এক হলেও এতদিন দিনের বা সপ্তাহের একটা সময় একসাথে কাটানো হতো, কিন্তু বিয়ের পর সেই মানুষটার সাথেই থাকতে হবে দিনরাত এমনকি বাকি জীবনটাও। তাই বিয়ের আগে পার্টনারের ব্যাপারে কিছু বিষয় আরেকবার একটু ভালোভাবে যাচাই করে নিন, যাতে পরবর্তীতে গিয়ে মনে না হয় কেন বিয়ে করলাম।

১. তার ভবিষ্যত পরিকল্পনা আসলে কি?

২. নিজেদের বাবা-মায়ের সাথে তার সম্পর্ক কেমন?

৩. নিজের মতামত বা ইচ্ছা আপনার উপর চাপিয়ে দিচ্ছে না তো?

৪. সে কি বলার সাথে শুনতেও পছন্দ করে না শুধু বলতেই পছন্দ করে?

৫. সে কি আসলে সন্দেহবাতিক?

৬. আপনার সাথে তার মতের মিল হচ্ছে তো?

৭. সে যখনকার ঝামেলা তখনই মিটিয়ে ফেলে, না মনের কথা পুষে রাখে?

৮. যেকোন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে কি দ্বিধাদ্বন্দে ভোগে নাকি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারে?

৯. নিজের মনের কথা আপনার সাথে কতটুকু শেয়ার করে?

SHARE THIS ARTICLE