যে ১০টি কথা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা মানুষদের সবসময় শুনতে হয়
by Bishal Dhar
১১:৩৭, ৮ এপ্রিল ২০২৩
পিজ্জার শেষ স্লাইস মিস হয়ে যাওয়ার থেকেও খারাপ কিছু হতে পারে? হ্যাঁ পারে যদি আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন। এক তো দূরে থাকার জন্য নিজেদের নানান সমস্যা থাকেই, তার মাঝে আশপাশে কিছু মানুষ সবসময়ই থাকবে যারা এমন এমন সব অদ্ভুত কিছু প্রশ্ন করবে আর কথা বলবে, যা শুনে মাথা আরো গরম হয়ে যাবে।
১. তোমরা ম্যানেজ করো কিভাবে?
২. তোমার ওকে দেখলাম অন্য একটা মেয়ে/ছেলের সাথে ছবি আপলোড করেছে
৩. এইটা সিরিয়াস না, টাইমপাস। তাই না?
৪. এই ফোনে ফোনে অনলাইনে প্রেম হয় নাকি?
৫. নিশ্চয়ই খুব একা লাগে তাই না?
৬. জন্মদিনে শুধু উইশ করলো, কোন গিফট দিলোনা এইটা কেমন প্রেম?
৭. তুমি কিভাবে শিওর ও তোমার সাথে চিট করছে না?
৮. বিয়ে করবে তো তোমরা?
৯. আজ কথা হলো না যে, ঝগড়া হয়েছে নাকি?
১০. আরে এসব প্রেম টিকে না তোমারটাও টিকবে না
SHARE THIS ARTICLE