Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

যে ৭টি স্টাইলে আপনি নিজের ক্রাশকে অ্যাপ্রোচ করতে পারেন

Thumbnail

by Sunehra Azmee

২১:১৫, ৫ ডিসেম্বর ২০২২

যে ৭টি স্টাইলে আপনি নিজের ক্রাশকে অ্যাপ্রোচ করতে পারেন

ক্রাশ কমবেশি সবার জীবনেই আছে, কারো হয়তো প্রতিদিনই নিত্য-নতুন ক্রাশ খাওয়া হয়, আবার অনেকে একজনের উপর ক্রাশ খেয়েই পড়ে থাকে মাসের পর মাস! তবে নিজের ক্রাশকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারেন, সেই ব্যাপারে কিছু টিপস দেয়া হলো আজকে।  

১. তাদের স্টোরিতে একটা ক্রিয়েটিভ রিপ্লাই দিবেন।

২. তাদের শেয়ার করা একটা পোস্টের স্ক্রিনশট পাঠিয়ে বলবেন "এটা বুঝলাম না, বুঝিয়ে দাও তো!" 

৩. তাদের শেয়ার করা পোস্ট দেখে তাদের ইন্টারেস্ট বুঝে, তাদের সাথে সেসব বিষয় নিয়ে কথা বলবেন।

৪. তাদের একটা সুন্দর এবং মিষ্টি গান পাঠাবেন। 

৫. তাদের নানান ধরনের মিমস পাঠাবেন।

৬. তাদের সামনে আস্তে আস্তে নিজের আসল পার্সোনালিটি তুলে ধরবেন 

৭. কয়েকদিন কথাবার্তা হওয়ার পর তাদের কফি বা পছন্দের কোনো মুভি দেখার জন্য অ্যাপ্রোচ করবেন।

SHARE THIS ARTICLE