Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ৭টি কারণে আপনার অ্যারেঞ্জড ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি

Thumbnail

by Efter Ahsan

১৬:১৭, ১৯ নভেম্বর ২০২২

যে ৭টি কারণে আপনার অ্যারেঞ্জড ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি

অনেকেই মনে করে অ্যারেঞ্জড ম্যারেজ এখন আর খুব একটা হয় না, সবাই লাভ ম্যারেজের দিকে ঝুঁকছে। কিন্তু আসলেই কি তাই? একদম না। আপনার নিজের কথাই ভেবে দেখুন। প্রেম করে বিয়ে করার কতই না ইচ্ছা ছিল, কিন্তু এখন অ্যারেঞ্জড ম্যারেজের দিকেই এগিয়ে যাচ্ছেন। চলুন এই লিস্ট থেকে জেনে নেওয়া যাক কিভাবে!

১. প্রেমে অলসতা – আপনি এতই অলস যে বিয়ের আগে প্রেম আপনার জন্যে না, একেবারে বিয়ের পরেই আপনার প্রেম জমবে

২. প্রেমে ব্যর্থতা – বারবার প্রেমে ব্যর্থ হয়ে আপনি বুঝে গেছেন যে, সফল প্রেমিক/প্রেমিকা হতে হলে বিয়ে করাই আপনার জন্য ভালো হবে

৩. প্রেম বিমুখতা – আশেপাশের মানুষের প্রেমের গল্প এবং পরিণতি দেখে আপনি বলতে গেলে প্রেম বিমুখ হয়ে গেছেন

৪. প্রেমে অপারগতা – আপনি অনেক কিছুই পারেন এবং অনেক দিক দিয়েই সফল কিন্তু এটাও এতদিনে বুঝে গেছেন যে, প্রেম-টেম আপনাকে দিয়ে হবে না

৫. প্রেমে জটিলতা – প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কের বিভিন্ন জটিলতার কথা যত শুনেন, আপনার কাছে তত বেশি প্যারা লাগে

৬. প্রেমে অনভিজ্ঞতা – আপনি প্রেমে পড়লেও প্রেম করার কোন অভিজ্ঞতা আপনার নেই। তাই আপনার প্রেমটা বোধহয় বিয়ের পরেই হবে

৭. প্রেমে উদাসীনতা – আপনি প্রেম করেন কিন্তু আপনার উদাসীনতার কারণে তা বেশিদিন টিকে না। এই উদাসীনতা দূর করতে হলে আপনার বিয়ে করা পার্মানেন্ট সঙ্গী দরকার

SHARE THIS ARTICLE