Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

যেভাবে যুগের সাথে তাল মিলিয়ে একজন স্মার্ট বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড হবেন

Thumbnail

by Maisha Farah Oishi

১৭:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

যেভাবে যুগের সাথে তাল মিলিয়ে একজন স্মার্ট বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড হবেন

কিভাবে একজন স্মার্ট পার্টনার হওয়া যায়? বছরের পর বছর রিলেশনে থাকার পরেও এটা অনেকেরই অজানা। আবার যারা এই ফর্মুলা জানে বলে দাবি করে, তারাও কিছু জানে না! এগুলা জানার পর এপ্লাই করলে কেউ কেউ আপনাকে টক্সিক বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বললেও তাদের কথা কানে নিবেন না। কেননা সম্পর্ক আপনার, স্মার্ট হওয়ার দায়িত্বও আপনার।

১. আপনার পার্টনারের বার্থডেসহ তার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, আপনাদের অ্যানিভার্সারি ছাড়াও যাবতীয় সকল বিশেষ কিছুর ডেইট মনে রাখতে হবে 

২. পার্টনারকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, স্ন্যাপচাটে কানেক্টেড থাকতে হবে এবং স্ট্রিক মেইনটেইন করতে হবে 

৩. আপনার পার্টনার ফেসবুকে যেসব পোস্ট শেয়ার করে সেসবের ইনার মিনিং বুঝতে হবে 

৪. ট্রেন্ডিং টপিকের উপর মিমস তাকে সবার আগে পাঠাতে হবে, সেই সাথে তার পাঠানো সব মিম বুঝা বাধ্যতামূলক  

৫. পার্টনারের কোনো pet থাকলে তার নাম, বার্থডে সব মনে রাখতে হবে, তাদের কোনো ছবি পোস্ট করা হলে রিয়েক্ট এবং কমেন্ট মাস্ট

৬. পার্টনারের পছন্দের ফুটবল টিম,  ফুটবলার, ক্রিকেটার কিংবা তার প্রিয় K - Drama বা Kpop স্টারের নাম, বায়োগ্রাফি এবং বার্থডে মনে রাখতে হবে।

SHARE THIS ARTICLE