যে ৮টি Drugstore ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করে দেখতে পারেন
by Maisha Farah Oishi
১২:৩৫, ৩১ মে ২০২৩
মেকআপ করতে গেলে যে একটি প্রোডাক্ট ছাড়া চলেই না সেটা হচ্ছে ফাউন্ডেশন। তবে ফাউন্ডেশনের পেছনে যে আপনাকে অঢেল টাকা ব্যয় করতে হবে তা কিন্তু নয়, মোটামুটি কম খরচেই ভালো ভালো ব্র্যান্ডের ভালো মানের ফাউন্ডেশন কিনতে পারবেন
১. L'Oreal Paris Infallible 24Hr Matte Cover Foundation - এই ফাউন্ডেশনটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো, অনেক লম্বা সময় ধরে স্কিনে থাকে।
২. Maybelline Fit me Matte+Poreless Foundation - এটি স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের জন্য বেশ ভালো একটি ফাউন্ডেশন। সেই সাথে ড্রাগস্টোর ব্র্যান্ডগুলোর মধ্যে খুবই জনপ্রিয়
৩. L'Oreal Paris True Match Super Blendable Foundation - এই ফাউন্ডেশনটি খুব সহজে ত্বকের সাথে মিশে যায়। শুস্ক থেকে স্বাভাবিক ত্বকের জন্য বেশ ভালো।
৪. Maybelline Superstay 24hr Full Coverage Foundation - ড্রাগস্টোর ফাউন্ডেশনের মধ্যে এটি খুবই পপুলার। এই ফাউন্ডেশনটি অনেক লম্বা সময় ধরে ত্বকে থাকবে এবং ভালো কভারেজ দিবে।
৫. Revlon Colorstay Matte Finish Foundation - এই ফাউন্ডেশনটি খুব সুন্দর ম্যাট ফিনিশ দেয় ত্বকে। দামের তুলনায় বেশ ভালো একটি প্রোডাক্ট
৬. Milani Conceal + Perfect 2-in-1 Foundation + Concealer - এই ফাউন্ডেশনটির সাথে কনসিলার আছে বলেও তারা claim করে, সুতরাং বুঝতেই পারছেন কভারেজ যথেষ্ট ভালো দেবে
৭. L.A Girl Pro coverage Foundation - এই ফাউন্ডেশনটি শুস্ক থেকে স্বাভাবিক ত্বকের জন্য বেশ ভালো, সেই সাথে দামটাও কিন্তু হাতের নাগালে
৮. Wet n Wild photo focus Foundation - এই ফাউন্ডেশনটি বেশ দারুণ কভারেজ দিবে। দামের তুলনায় পারফরমেন্স যথেষ্ট ভালো বলা যায়
SHARE THIS ARTICLE