ত্বকের খেয়াল রাখতে যেসব সানস্ক্রিন ব্যবহার করতে পারেন
by Maisha Farah Oishi
১৩:৪৭, ১৬ জুলাই ২০২৩
আমরা সবাই হয়তো জানি, সানস্ক্রিন ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, এটা শুধু রূপ পরিচর্যার জন্য দরকার না, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কোন কোন ব্র্যান্ডের সানস্ক্রিন কিনতে পারেন, তার কয়েকটি অপশন আজকে দেয়া হলো।
১. Missha All Around Safe Block Soft Finish Sun Milk SPF50+ - এই ব্র্যান্ডের সানস্ক্রিনগুলো নিঃসন্দেহে বেশ ভালো, white cast নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না
২. CeraVe Hydrating Mineral Face Sunscreen 75ml - SPF50 - কিছুটা এক্সপেনসিভ মনে হলেও এই ব্র্যান্ডের সব প্রোডাক্ট-ই ভালো, সানস্ক্রিনগুলোও তার ব্যতিক্রম নয়, তাই কিছুটা বাড়তি খরচ করতেই পারেন
৩. Aveeno Protect + Hydrate All-day Hydration Sunscreen SPF60 - এই সানস্ক্রিন আপনাকে রোদ থেকে সুরক্ষা দেয়ার পাশাপাশি আপনার ত্বকে সারাদিন হাইড্রেশনও দেবে
৪. Neutrogena Ultra Sheer Dry-Touch Sunscreen - SPF55 - এই ব্র্যান্ডের সানস্ক্রিনগুলো ভীষণ জনপ্রিয়, মোটামুটি সবাই একবার হলেও ব্যবহার করেছে। তাই আপনিও কিনে দেখতে পারেন আপনাকে স্যুট করে কিনা
৫. Bioderma Photoderm Aquafluide SPF 50+ For Sensitive Skin - এই ব্র্যান্ডের প্রাইস কিছুটা বেশি মনে হলেও আপনি ব্যবহার করে আরাম পাবেন
৬. Lotus Herbals Safe Sun UV Screen Matte Gel - SPF50 - কিছুটা কম দামের মধ্যে দেখতে চাইলে, এই সানস্ক্রিনটি ব্যবহার করে দেখতে পারেন!
৭. Lakme Sun Expert Ultra Matte Lotion SPF 50+++ - এই ব্র্যান্ডের সানস্ক্রিনও বেশ সুপরিচিত, দামটাও হাতের নাগালে- তাই ব্যবহার করে দেখতেই পারেন!
SHARE THIS ARTICLE