নতুন মায়েদের জন্য যে গিফটগুলো কিনতে পারেন
by Nabila Faiza Islam
১৯:৫৩, ৩ আগস্ট ২০২৩
যখন কারো বাচ্চা হয়, তখন আমরা তার জন্য বিশেষ গিফট নিতে পারি। তার কারণ নতুন মায়েদের special care আর ভালোবাসার দরকার হয়। নতুন বাচ্চাদেরও অনেক গিফট দেওয়া যায়। কি হতে পারে সে গিফট আইটেমগুলো?
১. ম্যাটার্নিটি ড্রেস- নতুন মায়েদের আরামের পোশাক এর প্রয়োজন হয়। কাপড় যদি breathable, soft আর stretchable হয়, তাহলে নতুন মায়েদের আরাম লাগবে।
২. ম্যাটার্নিটি প্যাড - নতুন মায়েদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়। এই সময়ের জন্য বিশেষভাবে তৈরি স্যানিটারি ন্যাপকিন বা ম্যাটার্নিটি প্যাড গিফট দিতে পারেন।
৩. ব্রেস্ট প্যাড বা নার্সিং প্যাড - নার্সিং প্যাড পরলে এক্সেস লিকিং এর টেনশন থাকে না। নতুন মায়েদের বাচ্চাদের breastfeed করার পর নার্সিং ব্রেস্ট প্যাডের দরকার হতে পারে।
৪. পানির বোতল - নতুন মায়েদের এক্সট্রা হাইড্রেশনের দরকার হয়। তাই সারাক্ষণ হাইড্রেটেড থাকতে পাশে রাখতে পারে পানির বোতল।
৫. বাচ্চাদের জন্য Feeder - সবসময় নতুন মায়েরা ব্রেস্টফিড করতে পারে না। তাই তারা বাচ্চাদের জন্য feeder কিনতে পারে। বাচ্চাদের bottle feed করার জন্য feeder must.
৬. ফটো এলবাম - বাচ্চাদের বেড়ে উঠার প্রতিটি মুহূর্ত মায়েরা ক্যামেরা বন্দি করে রেখে দিতে চায়। যে মায়েরা বাচ্চাদের অনেক ছবি তুলে, তাদের জন্য ফটো এলবাম হতে পারে বেস্ট গিফট।
SHARE THIS ARTICLE