জার্সির পরিবর্তে আরও ৬টি স্টাইলে আপনি নিজের পছন্দের দলকে রিপ্রেজেন্ট করতে পারেন
by Sunehra Azmee
১৭:৩৯, ২৫ নভেম্বর ২০২২
পছন্দ দলকে সুন্দরভাবে নিজের পোশাকে বা এক্সেসোরিজের মধ্যে ফুটিয়ে তুলতে সকলেই চায় আর এক্ষেত্রে দলের জার্সির কোনো তুলনাই হয় না। তবে এবার ওয়ার্ল্ড কাপ শীতকালে হওয়ায় জার্সি ছাড়াও আরো নানান ভাবে নিজের দলকে স্টাইল করার সুযোগ রয়েছে ভক্তদের। চলুন তাহলে দেখে নেই আরো যে ৬টি উপায়ে আপনি পছন্দের দলকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন।
১. সোয়েটশার্ট - শীত আসি আসি মৌসুমের জন্য সোয়েটশার্টের চেয়ে বেটার অপশান পাওয়া ভার, আর এর মধ্যে যদি সোয়েটশার্ট-টা পছন্দের দলের হয় তাহলে তো কথাই নাই!
Brazil Sweatshirt
Buy Now২. হুডি - হালকা শীত মানেই সবার প্রথম এবং সবচেয়ে কমফোর্টেবল চয়েস হলো হুডি, তার উপর যদি হুডির ডিজাইন হয়ে যায় পছন্দের দলের আলোকে তাহলে আর কি লাগে!
৩. টি-শার্ট - টি-শার্ট যেকোনো ক্যাজুয়াল আউটফিটের মধ্যমণি এবং এই টি-শার্টে যদি পছন্দের দলের ডিজাইন প্রিন্ট করানো থাকে তাহলে তো সেটা নিতেই হবে!
৪. জ্যাকেট - পছন্দের দলের জ্যাকেটের কোনো তুলনাই হয় না, একটা টি-শার্ট এর উপর মানানসই জ্যাকেট সবসময়ই ক্লাসিক এবং সেইফ চয়েস।
৫. ক্যাপ - পছন্দের দলকে তুলে ধরে এরকম কয়েকটা ছোটখাটো জিনিসপত্র আমরা হুটহাট কিনেই থাকি এবং তার মধ্যে সবচেয়ে সহজলভ্য আর পরিধেয় হলো ক্যাপ। নিজের দলের একটা ক্যাপ পরা গেলেই আর তেমন কিছুর প্রয়োজন পড়ে না।
৬. জুতা - একদম হুবুহু নিজের দলের ডিজাইন দিয়েই যে শুধু রিপ্রেজেন্ট করা যায় তা কিন্তু না, যেমন খুব সহজেই নিজের দলের মূল রঙের জুতা পড়েও তা ওয়ার্ল্ড কাপের ট্রেন্ডে আপনার দলকেই তুলে ধরবে।
এছাড়াও যেকোনো জিনিস সেটা কাপড় হোক বা সানগ্লাস হোক বা ফোনের কভার- নিজের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করিয়ে নেওয়া এখন ছেলেখেলা। কোনো হ্যাসেল ছাড়াই অর্ডার দিয়ে নিজের দলের কিংবা খেলোয়াড়ের যেকোনো ছবি বা ডিজাইন খুব সহজেই কাস্টোমাইজ করে বানিয়ে নেয়া যায়।
SHARE THIS ARTICLE