দরকার না হলেও যেসব জিনিস আমরা সুযোগ পেলেই কিনে ফেলি
by Nabila Faiza Islam
২১:০২, ২২ ডিসেম্বর ২০২২
দোকানে গেলে এমন অনেক জিনিসই আমরা কিনে ফেলি যেগুলো আসলে আমাদের খুব বেশি দরকারে আসে না। আজকাল অনলাইন শপিংয়ের কারনে আমরা ঘরে বসেও এমন অনেক কিছুর অর্ডার দিয়ে ফেলি যে জিনিসগুলো ছাড়া আমাদের ইজিলি চলে যেত। নিত্যপ্রয়োজনীয় জিনিস না হওয়া সত্ত্বেও আমরা এই জিনিসগুলো শখের বশে কিনে থাকি। দেখে নিন কোন জিনিসগুলো আমরা সাধারণত এভাবে হুট করেই কিনে ফেলি -
১. পছন্দের ব্যান্ডের লোগো বা ছবিসহ পেন্সিল ব্যাগ - ঘরে হাজারটা পেন্সিল ব্যাগ থাকার পরেও আমরা হুজুগে পরে বা শখ করে প্রিয় মিউজিকাল ব্যান্ডের পেন্সিল ব্যাগ কিনে ফেলি। নিত্যদিনের ব্যবহারের জন্য পেন্সিল ব্যাগ থাকলেও এরকম একটা ব্যাগ কালেকশনে রাখাই যায়
২. সুগন্ধি মোমবাতি - বাসায় একগাদা সুগন্ধি মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেল থাকার পরেও আমরা অনলাইনে নতুন সেন্টেড ক্যান্ডেল দেখলে আরো অর্ডার করে ফেলি। সুগন্ধি মোমবাতি জ্বালানো হোক বা না হোক, একের পর এক কিনে কালেকশন বানানোই আমাদের শখ
৩. ফ্যান্সি স্টেশনারি - ফ্যান্সি স্টেশনারি কিংবা পেন ও মার্কারের শখ কমবেশি সবারই থাকে। যারা পড়ালেখার ব্যাপারে শৌখিন শুধু তারাই না, শখ করে আরো অনেকেই ফ্যান্সি পেন ও মার্কার কিনে রাখে
৪. রঙ বেরঙের ফেস মাস্ক - স্কিনকেয়ার রুটিনের কোনো ধাপে যদি আমাদের রঙ বেরঙের মাস্ক নাও লাগে, তবুও আমরা ফেস মাস্কের মিনি প্যাক কিনে জমাতে পছন্দ করি । অনেকেরই অভ্যাস স্কিনকেয়ারের জিনিস, বিশেষ করে রঙ বেরঙের ফেস মাস্ক জমানো।
৫. ফ্যান্সি ফোন কেস বা কাভার - ফোনের কাভার থাকলেও শখের বসে হয়তো ফ্যান্সি ফোন কাভার কেনা হয় মাঝেমধ্যেই। একটা সুন্দর কভার কেনার পর সেটি মানুষ দেখবে, আমরা বলবো কথা থেকে নিয়েছি, কেন নিয়েছি-এটাই তো মজা
৬. হার্ডকাভার জার্নাল - হার্ডকাভার জার্নাল বা হার্ডকাভার ডায়েরিতে লেখালেখি করার অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু যাদের এইরকম জার্নালে লেখালেখি করার অভ্যাস নেই, তারাও অনেকে শখ করে এইরকম জার্নাল বা ডায়েরি কিনে থাকেন। Aesthetically pleasing বলেই হয়তো অনেকে এই জার্নাল কিনতে পছন্দ করেন
৭. কাপল রিং - সিন্গেল হোক কিংবা মিংগেল, আজকাল সবাই কাপল রিং কিনছে। ট্রেন্ডি কাপল রিং যদিও কাপলরা ম্যাচ করে পরার জন্যই কিনে থাকে, আজকাল অনেক সিন্গেল মানুষজনও কাপল রিং কিনে হাতে পরছে। শুনতে অবাক লাগলেও এইটাই সত্যি!
SHARE THIS ARTICLE