৬টি ওয়েস্টার্ন ড্রেসিং স্টাইল যা বসন্তকালের জন্য একদম পারফেক্ট
by Sunehra Azmee
১৩:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
বসন্তকাল শুনলেই মাথায় ফাল্গুনের শাড়ি-গয়, ফুল এইসব ঘুরে তাই না? কিন্তু বসন্তকাল তো আর একদিন থাকে না, তাই দুই মাসের বসন্তকালে কিভাবে কমফোর্টেবল তবে স্টাইলিশ জামাকাপড় পরে কাটাবেন, তা নিয়েই আমাদের আজকের আয়োজন। ৬টি ওয়েস্টার্ন ফ্যাশন যা আপনার বসন্তকাল করবে আরও সুন্দর ও আরামদায়ক
১. ফ্রক - কোমল জর্জেট ফ্যাব্রিক বসন্তকালের জন্য একদম পারফেক্ট আর সেই ফ্যাব্রিক দিয়ে যদি পরা যায় একটা সুন্দর রঙিন ফ্রক, তাহলে তো কোনো কথাই নাই!
২. স্কার্ট - ফ্যাশনেবল আর কম্ফোর্টেবল স্কার্টের চেয়ে বেটার কিছু আসলে থাকতেই পারে না, কারণ একটা স্কার্টকে বিভিন্নভাবে স্টাইল করে আপনি মোটামুটি পুরো বসন্তকাল কভার করে ফেলতে পারবেন
৩. ক্রপ টপ - বসন্ত আসলেই পরিবেশটা হয়ে যায় ফুলেল এবং রঙিন, আর এই ফুলেল পরিবেশে সবচেয়ে বেশি মানানসই ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ, যা কমফোর্টেবল এবং সুপার স্টাইলিশ
৪. শার্ট - কোমল ফ্যাব্রিকের শার্ট এই সিজনে একেবারেই বেস্ট অপশন, ফুরফুরে বাতাসে আরামের একটা শার্ট পরে ফুরফুরে মনে ঘুরে বেড়াতে পারবেন আর দেখতেও লাগবে বেশ ফ্যাশনেবল আর ক্লাসি।
৫. প্যান্টস - বসন্তকালে টাইট প্যান্ট কোনোভাবেই কমফোর্টেবল না, তাই এই সিজনে ওয়াইড বা ব্যাগি প্যান্টসগুলোই সবচাইতে বেটার চয়েস। এই প্যান্টসগুলো আপনি যেকোনো ক্রপটপ কিংবা শার্টের সাথে স্টাইল করতে পারবেন।
৬. টি-শার্ট - খুব বেশি টাইট ফিট টি-শার্ট বসন্তকালের আবহাওয়ার সাথে তেমন মানানসই না, এই ক্ষেত্রে ওভারসাইজড টিশার্টগুলো পারফেক্ট চয়েস, ঢিলেঢালা টিশার্ট পরতেও কমফোর্টেবল আর দেখতেও স্টাইলিশ
SHARE THIS ARTICLE