যে ধরনের লাইটস কিনে নিজের রুমের ভাইব বদলে ফেলতে পারেন
by Maisha Farah Oishi
১৫:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
রুম ডেকোরেট করতে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি, কিন্তু আজকাল রুম সাজাতে নানা রকমের লাইটের ব্যবহারও লক্ষ্য করা যায়। সেরকম কিছু লাইটের সন্ধান নিয়ে আজকের আয়োজন।
১. আর্টিফিশিয়াল ফায়ার ক্যান্ডেল লাইট - রুমে ক্যান্ডেল লাইটের এক ধরনের আবহ সৃষ্টি করবে এই লাইট, সেই সাথে আগুন নিয়ে কোন টেনশনও নেই
২. স্টার ফেয়ারি লাইটস - ফেয়ারি লাইটস আজকাল অনেকের বাসাতেই থাকে, কিছুটা ভিন্ন ধরনের ফেয়ারি লাইট চাইলে স্টার শেইপের এই লাইটগুলো কিনে দেখতে পারেন
৩. 3D মুন ল্যাম্প - চাঁদ ছুঁতে চাওয়ার ইচ্ছা তো আমাদের অনেকেরই থাকে, তাহলে চাঁদটাকে বরং নিজের হাতেই নিয়ে আসুন, ইচ্ছামত চাঁদের আলোর রং টাও বদলাতে পারবেন
৪. নিয়ন LED লাইট সাইন - বিভিন্ন ধরনের শেইপের মধ্যে থাকে এই নিয়ন লাইটগুলো, নিজের পছন্দমতো আর রুমের সাথে মানানসই শেইপ বেছে নিতে পারেন।
৫. গ্যালাক্সি starry light প্রজেক্টর - রুমে একদম অন্যরকম একটা জগত তৈরি করে দিতে পারে এই লাইট, জ্বালালে মনে হয় আপনি অন্য কোন ভুবনের বাসিন্দা
৬. ফেয়ারি লাইট ক্লিপ শেইপ - ক্লিপ শেইপের এই লাইটগুলোর সাথে পছন্দমতো ছবি আটকে রুমে নিয়ে আসতে পারেন দারুণ একটা আর্টিস্টিক আমেজ
SHARE THIS ARTICLE