ওয়ার্ল্ড কাপের সময়ে সোশ্যাল মিডিয়ায় এই ১০টি কাজ না করলে আপনি আবার কিসের সাপোর্টার?
by Efter Ahsan
২২:০৫, ১৮ নভেম্বর ২০২২
আপনার ফেভারিট টিমের ফুটবলাররা মাঠ গরম করছে কাতারে! আর দেশে বসে সোশ্যাল মিডিয়া গরম রাখবেন আপনি। বিশ্বকাপ নিয়ে এই উত্তেজনা আর উন্মাদনার মাঝে একজন প্রফেশনাল কিংবা সিজনাল সাপোর্টার হিসেবে আপনাকে আপনার কাজ করে যেতে হবে। মনে রাখবেন, ফিফা বিশ্বকাপ চার বছরে একবারই আসে!
১. প্রতি ম্যাচের আগে স্কোর বা রেজাল্ট প্রেডিক্ট করে উরাধুরা স্ট্যাটাস দেওয়া
২. নিজের টিমের বিরুদ্ধে কোনো এটাকিং পোস্ট দেখলে সেখানে গিয়ে ডিফেন্ড করা
৩. রাইভাল টিমের সাপোর্টারকে পঁচানোর জন্য তাদেরকে বিভিন্ন ফালতু পোস্টের কমেন্টে মেনশন করা
৪. “এবারের বিশ্বকাপ আমাদের” - রাইভাল টিমের সাপোর্টারদের দেওয়া এই টাইপের পোস্টে চোখ বন্ধ করে Haha রিয়্যাক্ট দেওয়া
৫. ডিপি এবং কভার ফটো চেঞ্জ করা কিংবা ম্যাচের আগে জার্সি পরে ছবি আপলোড করা
৬.নিজের টিম জিতলে “বিয়ে করবো”, “ক্রাশকে প্রপোজ করবো”, “শীতের মধ্যে ঠাণ্ডা পানিতে গোসল করবো” ইত্যাদি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া
৭. নিজের ফেভারিট টিমের যেকোনো আপডেট, ফ্যান ভিডিও বা মিম সবার আগে শেয়ার করা
৮. বেশি বেশি পোস্ট করে রাইভাল টিম সাপোর্টারদেরকে তাদের বিভিন্ন অপমানজনক হারের কথা বারবার মনে করিয়ে দেওয়া
৯. রাইভাল টিম কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেলে ভদ্রতার খাতিরে তাদের খেলার “প্রশংসা” করে কিছু একটা পোস্ট করা
১০. সোশ্যাল মিডিয়ায় এতো গর্জনের পর যদি টিম হেরে যায় তাহলে পরবর্তী ম্যাচের আগ পর্যন্ত একটু আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া!
SHARE THIS ARTICLE