Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

নিজের দলের `do or die` ম্যাচগুলোর টাইমে লাইফের অবস্থা যেমন থাকে

Thumbnail

by Sunehra Azmee

১৭:৩২, ৩০ নভেম্বর ২০২২

নিজের দলের `do or die` ম্যাচগুলোর টাইমে লাইফের অবস্থা যেমন থাকে

খেলা দেখা নিয়ে কিন্তু আমরা প্রায় অনেকেই ওভার এক্সাইটেড হয়ে যাই। আসলে যারা খেলা দেখতে ভালোবাসে, তারাই শুধু জানে নিজের প্রিয় দলের ডু অর ডাই টাইপ ম্যাচগুলোর সময় নিজের ইমোশন কন্ট্রোল করাটা কতটা কঠিন 

১. খেলার আগে রাইভাল টিমের সাপোর্টারদের সাথে সব ধরণের ফুটবল ডিসকাশন, গেইম প্রেডিকশন এড়িয়ে চলা

২. বন্ধুবান্ধবের আড্ডায় কে কে পচাচ্ছে মনে মনে সেটার হিসাব করে রাখা

৩. হাই প্রেশারের ওষুধ আর টিস্যু কিনে ধারে-কাছে রেখে দেওয়া।

৪. সব ধরণের কুফা জাতীয় ব্যাপার এড়িয়ে চলা কারণ কোনো রিস্ক নেয়াই যাবে না!

৫. এমনকি মনে মনে তান্ত্রিক হুজুরের কাছে যাওয়ার ব্যাপারটাও কনসিডার করতে শুরু করা  

৬. জিতলে ফেসবুকে কি কি পোস্ট দেয়া যায়, সেটা আগে থেকে নোট করে রাখা 

৭. যদি হেরে যায় তাহলে কিভাবে দেশত্যাগ করতে হবে, সেটার প্ল্যানিং করে ফেলা! 

৮. বুকের চিনচিন ব্যথাটা পার্মানেন্ট হয়ে যাবে নাকি সেটার আশঙ্কায় ডাক্তারের অ্যাপয়েনমেন্ট আগেভাগেই নিয়ে রাখা

SHARE THIS ARTICLE