Menu
menu-icon close
  • সেন্টি খাইলাম
  • ভাল্লাগসে

ফিফা বিশ্বকাপ শেষ হয়ে গেলে আমাদের জীবনে যেমন শূন্যতা নেমে আসবে

Thumbnail

by Sunehra Azmee

১৯:৪২, ১৪ ডিসেম্বর ২০২২

ফিফা বিশ্বকাপ শেষ হয়ে গেলে আমাদের জীবনে যেমন শূন্যতা নেমে আসবে

ফিফা বিশ্বকাপ ২০২২ প্রায় শেষের দিকে, গত এক মাসে এই বিশ্বকাপ হয়ে উঠেছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এখন হঠাৎ করে যখন শেষ হয়ে আসছে এই বিশ্বকাপ, আমাদের গত এক মাসের দৈনন্দিন অভ্যাসেও আসবে পরিবর্তন। চলুন দেখে নেই কিরকম পরিবর্তন নিয়ে আসবে আমাদের জীবনে বিশ্বকাপের এই সমাপ্তি।

১. চায়ের দোকানে আর ভিত্তিহীন বাজি লাগানো হবে না

২. ব্রাজিল-আর্জেন্টিনা ফ্যানদের তুমুল ঝগড়াঝাঁটি করার দিন শেষ হয়ে যাবে

৩. বন্ধুবান্ধবের আড্ডায় এখন আর কাউকে 'কুফা' ট্যাগ লাগিয়ে তার খেলা দেখা বন্ধ করানো হবে না

৪. এলাকার সবাই একসাথে বড় প্রজেক্টরের সামনে বসে আর খেলা দেখা হবে না

৫. জার্সি পড়ে ফ্যানদের ঘোরাঘুরি আর রাস্তায় রাস্তায় দেখা যাবে না

৬. এলাকায় এবং বাসাবাড়িতে বিশ্বকাপের ডেকোরেশনগুলো নামিয়ে ফেলা হবে

৭. কোনো ম্যাচ জিতে পরের দিন বন্ধুবান্ধবদের আড্ডায় যাওয়ার তাড়া থাকবে না

৮. নিজের দলের খেলার দিন যেই অস্থিরতা আর এক্সাইটমেন্টটা থাকে, সেটা আর অনুভূত হবে না

SHARE THIS ARTICLE