যে ৬টি বিশেষ কারনে আনপ্ল্যানড ট্রিপই আসলে সেরা
by Bishal Dhar
২১:০১, ১৫ নভেম্বর ২০২২
প্ল্যান করে ট্যুরে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকদিন ধরে প্ল্যান চলে ঠিকই কিন্তু শেষমেশ যাওয়াই হয় না। তাই হুট করে কোন প্ল্যান ছাড়া ট্যুরে যাওয়াই হলো আসল বুদ্ধিমানের কাজ। জেনে নিন ঠিক কী কী কারণে-
১. এমন ট্রিপে এক্সপেক্টেশন জিরো থাকে, তাই যা এক্সপেরিয়েন্স হয় তার পুরোটাই বোনাস
২. এ ধরণের ট্রিপগুলোর একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডভেঞ্চারে ভরপুর থাকে
৩. “এখানে যাব না, ওখানে যাব না, এটা করবো না, ওটা করবো না” বলা মানুষগুলো এই ট্রিপগুলোতে যায় না বলে ট্রিপ হয় একদম ঝামেলা মুক্ত
৪. ট্রিপে গিয়ে ছোটখাট কোনো ঝামেলা হলেও তা আর গায়ে লাগে না
৫. একমাত্র অ্যানপ্ল্যানড ট্রিপেই ইন্টারেস্টিং স্বভাবের মানুষগুলোর খোঁজ পাওয়া যায়
৬. হুট করে ব্যস্ততা থেকে ব্রেক পাওয়ায় সব কিছু একটু বেশিই ভালো লাগে!
SHARE THIS ARTICLE