সলো ট্রিপ দেওয়ার সময় যে ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন
by Bishal Dhar
১১:৪০, ১৭ আগস্ট ২০২২
সবারই ইচ্ছা করে জীবনে একবার হলেও সলো ট্রিপ দেওয়ার, বাইরের দেশে এই বিষয়টা মোটামুটি অধিকাংশ মানুষ করে থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সলো ট্রিপে যাওয়ার সংস্কৃতি এখনও তেমনভাবে গড়ে উঠেনি। তাই যদি আপনারও একা ঘোরার ইচ্ছা থাকে তবে কিছু বিষয় একটু মাথায় রেখে ঘুরতে বের হবেন, ঘোরাঘুরি অনেকটাই সহজ হবে
১. যেখানে যেতে চাচ্ছেন সে জায়গা সম্পর্কে আগেই একটু রিসার্চ করে রাখুন
২. হোটেল বা হোস্টেল যেখানেই থাকবেন প্রি-বুক করে রাখুন
৩. সাথে পোর্টেবল চার্জার নিন
৪. সাথে জিনিসপত্র কি নিচ্ছেন, তার একটা চেকলিস্ট রাখুন
৫. শুধু দেশের বাইরে নয়, ভেতরে ঘুরলেও পরিচয়পত্রের মত প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন
৬. অবশ্যই সাথে ফাস্ট এইড কিট রাখুন
৭. ব্যাগেজ অথবা লাগেজ যথাসম্ভব হালকা রাখার চেষ্টা করুন
৮. ইন্টারনেট না থাকলেও যাতে ব্যবহার করতে পারেন, তাই যে এলাকায় যাচ্ছেন সে এলাকার গুগল ম্যাপ ডাউনলোড করে নিন
SHARE THIS ARTICLE