সত্যিকার অর্থে ঘোরাঘুরির অভিজ্ঞতা অর্জন করতে চাইলে যে ৯টি নিয়ম সম্পর্কে জানা আবশ্যক
by Bishal Dhar
০৭:০৩, ১৮ আগস্ট ২০২২
আমরা মূলত ঘুরতে যাই কেন? কাজের চাপে জর্জরিত নিজের দৈনন্দিন জীবন থেকে মুক্তি পেতে আর একটু স্বস্তির নিশ্বাস ফেলতে। কিন্তু এই ঘুরতে যাওয়ার প্রস্তুতি কিংবা ঘুরতে গিয়েও হোটেল বুকিং খাওয়া দাওয়া কিংবা একটু আরাম আয়েশের জন্য অতিরিক্ত দৌড়াদৌড়িতে ঘুরতে যাওয়ার আসল উদ্দেশ্যটাই আমরা আসলে ভুলে যাই। ঘুরতে যাওয়া মানেই শুধু দামি হোটেলে থাকা কিংবা সব কিছুই প্ল্যানমাফিক হবে এমন ভেবে রাখলে সেই ঘোরাফেরা জীবনে কোন অভিজ্ঞতা আনবে না। তাই নিজের মনের ট্রাভেলিং ব্লগকে আরেকটু দারুণ নতুন স্মৃতি নিয়ে ভরিয়ে রাখতে চাইলে কিছু পরিবর্তন আনুন ঘোরাফেরার ধরনে-
SHARE THIS ARTICLE