ট্যুরে গেলে যে ৮ ধরনের পাবলিক দেখা যায়
by Maisha Farah Oishi
১২:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
বন্ধুদের সাথে ট্যুর প্ল্যানিং নিয়ে তো আমাদের সবারই কম বেশি হাস্যকর অভিজ্ঞতা আছে। তবে ট্যুরে যাবার পরও কিন্তু অনেক হাস্যকর সিচুয়েশনের মুখোমুখি আমাদের হতে হয়। আজকের লিস্ট থেকে আপনিও মিলিয়ে নিন, বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এমন পাবলিকগুলোর দেখা পেয়েছেন কিনা?
১. পশ পাবলিক - এরা উঠতে বসতে খালি কমপ্লেইন করে! এটা খাবো না, ওটা করবো না, এই হোটেল ভালো না, এই গাড়িতে যাবো না ইত্যাদি ইত্যাদি!
২. ভালো বাচ্চা - এরা ট্যুরে বন্ধুদের সাথে থাকলেও সারাক্ষণ বাসার চিন্তা করে, এদের একটু পর পর বাসা থেকে কল আসে। ট্যুরে এসেও এরা ১০/১১ টার পর ঘুমিয়ে পড়ে
৩. দ্যা কাপল - সাধারণত সব ট্যুরেই ১/২ টি যুগল থাকে। ৩/৪ দিনের ট্যুরে এদের ৩০/৪০ বার breakup আর patch up হয়!
৪. সেলফি ফ্রিক - ৫ মিনিট পর পর সবাইকে টেনে এনে সেলফি তোলার কাজটি এরাই করে। শুধু সেলফি না, ট্যুরের প্রতিটি দিনের আপডেট ফেসবুকে দেয়া, চেক-ইন দেয়া, সবাইকে ট্যাগ করা ইত্যাদি কাজ এরা বেশ ডেডিকেশন নিয়েই করে
৫. দ্যা ম্যানেজার - এরা ট্যুরে গেলে বাকিদের আব্বু/আম্মু হয়ে যায়। কে কোথায় আছে, কে খায়নি, কার কাছে কত টাকা আছে, আরো কত টাকা লাগবে, সব হিসাব-নিকাশ এদের ঘাড়েই এসে পড়ে
৬. ভবঘুরে পাবলিক - সবার মাঝে থেকেও এরা হুট করে হারিয়ে যায়, এবং একইভাবে আবার হুট করে গ্রুপের সাথে জয়েন করে!
৭. দ্যা সাপ্লাইয়ার - গ্রুপে একজন থাকেই যার কাছ থেকে বাকি সবাই পাওয়ার ব্যাংক, চার্জার, মোবাইল ডাটা, ইয়ারফোন ইত্যাদি ধার নিয়ে থাকে
৮. সেনসিটিভ শিশু - এরা ট্যুর প্ল্যানিং এর সময় সব থেকে বেশি এক্সসাইটেড থাকলেও ট্যুরে গিয়েই অসুস্থ হয়ে পড়ে, যার কারণে এদের ট্যুরটাই মাটি হয়ে যায়
SHARE THIS ARTICLE