পার্টনারের সাথে শপিং করতে গেলে মেয়েদের যে ৭টি অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়
by Fariha Rahman
১০:১৪, ১ অক্টোবর ২০২২
ছেলেদের সাথে শপিং করতে যাওয়ার থেকে না যাওয়াই ভালো, এই ব্যাপারটির সাথে কম বেশি সব মেয়েরাই একমত হবেন। কারণ ছেলেদের সাথে শপিং করতে যাওয়া মানেই উটকো ঝামেলা দাওয়াত করে নিজের কাছে নিয়ে আসা। তাই আজ থাকছে মেয়েদের জীবন থেকে নেয়া এমন ৭টি ঘটনা নিয়ে একটি তালিকা।
১. বফ অথবা হাজব্যান্ড, শপিং করতে পার্টনারকে সাথে নিলেই আপনাকে সে ১০০০ বার জিজ্ঞেস করবে- “এটার কি দরকার আছে?”
২. অথবা এমন প্রশ্ন করবে “এক দোকান থেকে সব কিনা যায় না?”
৩. ১০/১৫ মিনিট হেটেই সে বলবে “আর পারবো না পা ব্যথা করে, চলো একটু বসি”
৪. আপনি কোনটা সুন্দর প্রশ্ন করলে, ওপর প্রান্ত থেকে এমন উত্তর পাবেন ” আমার কাছে তো সবই এক মনে হচ্ছে”
৫. শুধুমাত্র চোখের সামনের দোকানগুলো থেকেই কিনতে উৎসাহিত করবে, কোনোভাবেই দূরের দোকানে যেতে চাইবে না
৬. একটু পর পর ঘড়ি দেখে আপনাকে সময় মনে করিয়ে দিবে, যাতে আপনিও তাড়াহুড়া করেন
৭. তারপর বাসায় তাড়াহুড়ার কারণে কোনো কিছু ভুল সাইজ আনা হলে আপনাকে এমন কথা শুনাবে “২ ঘন্টা ধরে ঘুরে ঘুরে শপিং করেও এই অবস্থা, আমিতো তোমাকে আগেই বলসিলাম আস্তে দেখে কিনো!”
SHARE THIS ARTICLE