Menu
menu-icon close
  • ভাল্লাগসে

প্যারালাল ইউনিভার্সে মেয়েদের জীবনে যে ৮টি ব্যাপার ঘটবে

Thumbnail

by Maisha Farah Oishi

১৬:৩৩, ১২ আগস্ট ২০২২

প্যারালাল ইউনিভার্সে মেয়েদের জীবনে যে ৮টি ব্যাপার ঘটবে

মেয়েদের জীবন মানেই যে হাজার রকম যন্ত্রণা সেটা তো সবাই মোটামুটি জানেই। তবে যদি কোন প্যারালাল ইউনিভার্স থাকতো, তাহলে মেয়েদের জীবনটা ঠিক কেমন হতো সেটা নিয়েই আজকের এই লিস্ট।

১. হেয়ারব্যান্ড কখনোই হারাবে না

২. শ্যাম্পু আর কন্ডিশনার একদম একই সাথে শেষ হবে

৩. দরকারের সময় সেফটিপিন হাতের কাছেই খুঁজে পাওয়া যাবে

৪. সন্ধ্যার পরেও বাসায় ফেরা যাবে

৫. বিয়ে না করেও জামাই ছাড়াই যেখানে খুশি আনন্দে ঘুরতে যাওয়া যাবে

৬. ব্রা এর স্ট্রাইপ দেখা যাওয়া নিয়ে কারো কোন মাথাব্যথা থাকবে না

৭. পিরিয়ডের জন্য কোনরকম শারীরিক আর মানসিক যন্ত্রণা হবে না

৮. বিয়ের পরেও বাবা-মায়ের সাথেই থাকা যাবে

SHARE THIS ARTICLE