যে ৭টি ব্যাপারে প্রতিটা মেয়ের অভিজ্ঞতাই একদম সেইম
by Maisha Farah Oishi
১০:৫৬, ১০ ডিসেম্বর ২০২২
মেয়েদের নাকি বোঝা খুব দায়, একেক মেয়ের মন, চাল-চলন নাকি একেক রকম, মেয়েরা নাকি সহজে একে অন্যের সাথে সহমত পোষণ করে না- এরকম নানা ধরনের কথাবার্তা অনেকের মুখেই শোনা যায়। তবে কিছু কিছু ব্যাপারে কিন্তু প্রতিটা মেয়ের অভিজ্ঞতা একইরকম। সম্পূর্ণ ভিন্ন পেশা, শ্রেণী, স্বভাব আর লাইফস্টাইল হলেও সব মেয়েরই কিছু স্ট্রাগলের জায়গা একদম সেইম!
১. গায়ের গড়ন চিকন হোক কিংবা মোটা, সব মেয়েকেই জীবনের কোন না কোন পর্যায়ে বডি শেমিং এর স্বীকার হতে হয়।
২. ওয়েস্টার্ন পোশাক পরে বের হোক অথবা ট্রেডিশনাল, ছেলেদের নোংরা দৃষ্টি মেয়েদের সহ্য করতেই হয়।
৩. ঘর সামলাক অথবা অফিসের কাজ করুক, ‘মেয়ে মানুষের আবার কাজ কি’ জাতীয় কথা মেয়েদের শুনতেই হয় কখনো না কখনো।
৪. পাবলিক বাসে অথবা রাস্তায় মানুষের ভীড়ে কিংবা হয়ত নিজের পরিবারের ভিতরেই কারো দ্বারা হ্যারাজমেন্ট এর স্বীকার হতে হয় মেয়েদের।
৫. গায়ের রং কালো, ফর্সা, শ্যামলা যাই হোক না কেন, নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে চাপে থাকতেই হয়।
৬. একা চলাফেরা করার অভ্যাস থাকুক আর না থাকুক, রাতে একা রাস্তায় নির্ভয়ে হেঁটে বেড়ানো সম্ভব হয় না কোন মেয়ের পক্ষেই।
৭. উচ্চবিত্ত পরিবারের মেয়ে হোক কিংবা মিডল ক্লাস অথবা নিম্নবিত্ত, পরিবারের পুরুষ সদস্যদের সাথে কোন না কোন দিক দিয়ে বৈষম্যের স্বীকার হতেই হয়।
SHARE THIS ARTICLE